মানুষের অন্তরে প্রায়ই এক ধরনের ধারণা জন্ম নেয় যে আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, তাহলেই জান্নাত আমার জন্য নিশ্চিত। আমলকে নির্ভরতার একমাত্র মূলধন ভেবে বসে থাকেন অনেকে।অথচ মহানবী (সা.)-এর একটি হাদিস আমাদের সেই আত্মতুষ্টি ও অহংকার ভেঙে দিয়ে প্রকৃত সত্যকে স্পষ্ট করে তোলে। আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কারো আমলই তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। ’সাহাবারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! আপনাকেও নয়? তিনি বললেন, ‘আমাকেও নয়, যদি না আল্লাহ তাঁর রহমত দ্বারা আমাকে আচ্ছাদিত করেন। তোমরা অবশ্যই সঠিক পথে চলার চেষ্টা করবে। ’ (বুখারি, হাদিস : ৬৪৬৩; মুসলিম, হাদিস : ২৮১৬) আমলের সীমাবদ্ধতাএ হাদিসের মর্মার্থ হচ্ছে, মানুষ যত আমলই করুক, আল্লাহর অসংখ্য নিয়ামতের তুলনায় তা অতিক্ষুদ্র। চোখের দৃষ্টি, কান,...