খুব কাছে এসেও ব্যালন ডি’অর জেতা হলো না লামিন ইয়ামালের। উসমান দেম্বেলের পরে থেকেই শেষ করতে হয়েছে এবারের যাত্রা। তবে ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামাল একটা বিশ্বরেকর্ডই গড়ে ফেলেছেন গত রাতে। এমন এক কীর্তি গড়েছেন, যার নজির নেই এই পুরস্কারটির ইতিহাসেই। ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামাল অ-২১ বিশ্বসেরার পুরস্কার কোপা ট্রফি জিতে গেছেন। গেল বছরও এই পুরস্কারটি উঠেছিল তার হাতেই। এই পুরস্কারের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড় এটি জিতলেন দ্বিতীয় বারের মতো। তিনি তা করে বসেছেন মোটে ১৮ বছর বয়সেই। এই পুরস্কার জেতার দৌড়ে তার সঙ্গে শামিল ছিলেন সতীর্থ পাউ কুবারসি, পিএসজির জোয়াও নেভেস ও দেজ্যের দুয়ে, ব্রাজিলের ‘মেসিনিও’ এস্তেভাও উইলিয়ান ও তুরস্কের কেনান য়িলদিজ। তবে তাদের সবাইকে পেছনে ফেলে তিনি জিতে নিয়েছেন কোপা ট্রফিটি। পুরস্কারটি প্রথম দেওয়া হয় ২০১৮...