বাংলাদেশ সময় তখন রাত তিনটা ছুঁই ছুঁই। বালন দ’র ২০২৫ বিজয়ীর নাম ঘোষণা করতে তিয়েখ দ্যু শাতেলের মঞ্চে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিওকে ডেকে নিলেন উপস্থাপনার দায়িত্বে থাকা রুদ খুলিত ও কেট স্কট। রোনালদিনিও খাম খুলে নাম ঘোষণা করলেন, বালন দ’র ২০২৫ উঠছে উসমান ডেম্বেলের হাতে। ফরাসি তারকার বালন দ’র জেতাটা কি খুব বেশি চমকে দেওয়ার মতো ছিল? মে মাসের শেষ দিকে যখন মিউনিখে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রথমবারের মতো ইউরোপ সেরার পুরস্কার জিতল ফরাসি ক্লাব পারি সাঁ জার্মেই (পিএসজি), দেম্বেলের বালন দ’র তো সেদিনই নিশ্চিত হয়েছিল! বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। গতকাল সেটাও পেয়ে গেলেন। চ্যাম্পিয়নস লিগের সঙ্গে লিগ আঁ ও কুপ দো ফ্রান্স- পিএসজিকে গত মৌসুমে ট্রেবল জেতানোর পথে ৫৩ ম্যাচে ৩৫ গোল করেছেন ফরাসি এ রাইট উইঙ্গার। এর মধ্যে পিএসজির...