নরেন্দ্র মোদী সরকারের নতুন পদক্ষেপে কোটি কোটি ভারতীয়র দৈনন্দিন অর্থনৈতিক চাপ থেকে কিছুটা কমছে। দুধ, পাউরুটির মত নিত্যপণ্য, জীবন ও চিকিৎসা বীমা এবং জীবনরক্ষাকারী ওষুধে এখন আর কোনো কর থাকছে না। ছোট গাড়ি, টেলিভিশন ও এয়ার কন্ডিশনারের উপর কর ২৮% থেকে কমে ১৮% হচ্ছে। আর চুলের তেল, টয়লেট সোপ ও শ্যাম্পুর মতো সাধারণ পণ্যে ১২% বা ১৮% কর কমে মাত্র ৫% হচ্ছে। এই বড়সড় করছাড় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জটিল পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থার ব্যাপক সংস্কারের অংশ, যা চলতি মাসের শুরুতে ঘোষণা করা হয়েছে। বিবিসি লিখেছে, এই সংস্কার কর কাঠামোকে সহজ করবে এবং কমতে থাকা ভোগ ব্যয়ের সূচকে গতি আনবে। এই গৃহস্থালি ভোগই ভারতের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অর্ধেকের বেশি অবদান রাখে। বিবিসি লিখেছে, কর ছাড়ের সময়টাও একেবারে...