চ্যালেঞ্জ কাপ দিয়ে শুক্রবার শুরু হয়েছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। কুমিল্লায় মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে কিংস। আজ শুরু হচ্ছে ফেডারেশন কাপ। প্রথমদিনে মোহামেডান ও পুলিশ এফসি এবং কিংস ও ফর্টিস এফসির ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে শুক্রবার। রোববার রাতে লিগের প্রথম লেগের সূচি প্রকাশ করেছে বাফুফে। মৌসুমের শুরুতেই বিতর্ক তৈরি হয়েছে ঘোষিত দুটি আসরের সূচি নিয়ে। ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগের সূচি নিয়ে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান কড়া চিঠি দিয়েছে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে। চিঠিতে মোহামেডান বিদ্যমান পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটি বিলুপ্ত করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে বাফুফে সভাপতিকে। বর্তমান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান কিংসের সভাপতি ইমরুল হাসান। একটি ক্লাবের সভাপতির লিগ কমিটির চেয়ারম্যান হওয়া নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল মোহামেডান। এবার তারা...