ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) চলতি অধিবেশনে ভারচুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা জানান। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, আমেরিকা মাহমুদ আব্বাস ভিসা না দেওয়ায় তিনি ভিডিও বার্তার মাধ্যমে সম্মেলনে বক্তব্য রাখেন। মাহমুদ আব্বাস বলেন, ‘যেসব দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তাদের প্রতি আমাদের আহ্বান– তারা যেন অন্যদের মতো একই পদক্ষেপ নেয়।’ ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) জাতিসংঘে পূর্ণাঙ্গ সদস্যপদের জন্য সমর্থন চাইছে বলেও জানান তিনি। ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই একঘরে হয়ে পড়া আমেরিকা ও ইসরায়েল এই ইউএনজিএ সম্মেলন বর্জন করেছে। জাতিসংঘ ইসরায়েলি দূত ড্যানি ড্যানন একে ‘সার্কাস’ হিসেবে আখ্যা দিয়েছেন। জাতিসংঘের সদস্য দেশগুলোর বিশাল একটি অংশ এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও পূর্ণাঙ্গ সদস্য হতে নিরাপত্তা পরিষদের সমর্থন প্রয়োজন। কিন্তু...