প্রথম সিরিজেই বলিউডের বাস্তুতন্ত্র, স্টার পাওয়ার, রাঘব বোয়ালদের ‘দাদাগিরি’ থেকে আন্ডারওয়ার্ল্ড যোগ এমনকি স্বজনপোষণ ত্বত্ত্ব উস্কে দিয়ে দিয়েছেন কৌতুকের মোড়কে! সিনে ইন্ডাস্ট্রি নিয়ে এমন নির্মাণের প্রশংসা যেমন পাচ্ছেন, তেমনি আরিয়ান খানকে শুনতে হচ্ছে সমালোচনাও! মুক্তির পর থেকেই চর্চায় ‘ব্যাডস অব বলিউড’। এক সিরিজে এত তারকার সমাহার দেখে দর্শকরাও উৎফুল্ল। কখনও চর্চায় তিন খানের ক্যামিও তো কখনও বা আবার ইমরান হাসমির উপস্থিতি নিয়ে শোরগোল নেটমহলে। তবে ‘ব্যাডস অব বলিউড’-এ ক্যামিওর জেরে এবার বিপাকে রণবীর কাপুর! মূলত এই সিরিজে রণবীরের চরিত্রটিকে ই-সিগারেটে টান দিতে দেখা গেছে। আর সেই দৃশ্য নিয়েই আপত্তি তুলেছে জাতীয় মানবাধিকার কমিশন। ইতিমধ্যেই ‘ব্যাডস অব বলিউড’-এর নির্মাতা-প্রযোজক এবং রণবীর কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করার আর্জি জানিয়ে মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছে মানবাধিকার কমিশন। শুধু তাই নয়, ভারতে নিষিদ্ধ ‘ই-সিগারেটে’র ‘প্রচারের...