২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ এএম যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করছে। জাতিসংঘ সতর্ক করেছে, ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে মানবিক সহায়তা কার্যক্রম ভেঙে পড়েছে। খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম আটকে দেওয়ায় শিশু থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই জীবন-মৃত্যুর লড়াইয়ের মুখে পড়ছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার জাতিসংঘ গাজা নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটি বলছে, ইসরায়েলি সামরিক অভিযান চলমান থাকায় মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে খাদ্যবাহী সহায়তা মিশন আটকে দেওয়ার কারণে দুর্ভিক্ষ আরও গভীর হচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়-বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, জরুরি চিকিৎসা ও পুষ্টি সহায়তা কার্যক্রম ভেঙে পড়ছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার এক সংবাদ...