কেন্দ্রগুলোর স্বাস্থ্যসেবা ব্যবস্থা সাজানো হয়েছে একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক, একজন ডেভেলপমেন্টাল থেরাপিস্ট এবং একজন শিশু মনোবিজ্ঞানীর তত্ত্বাবধানে। সরকারের নতুন পরিকল্পনায় বিশেষজ্ঞ চিকিৎসক বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শিশু বিশেষজ্ঞ ছাড়া শুধু থেরাপিস্ট বা নিয়মিত চিকিৎসক দিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিকিৎসা ও সুস্থতা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রতিদিন এসব কেন্দ্রে যেসব অটিজম, সেরিব্রাল পালসি বা ডাউন সিনড্রোম আক্রান্ত শিশু আসে, তাদের বেশিরভাগেরই নিয়মিত থেরাপি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান প্রয়োজন। এসব বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ চিকিৎসক না থাকলে সঠিক রোগ নির্ণয়, ওষুধ ব্যবস্থাপত্র এবং চিকিৎসা পরিকল্পনা—কোনোটিই সম্ভব নয়। ফলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিকিৎসা ব্যাহত হবে। এ ধরনের শিশুর চিকিৎসা বন্ধ হয়ে গেলে সে কয়েক মাসের মধ্যেই অর্জিত অগ্রগতি হারাতে পারে। এমনকি দীর্ঘমেয়াদে তার স্বনির্ভর হওয়ার...