২০২৪ সালে দ্য ইকোনমিক জার্নালে প্রকাশিত একটি গবেষণার তথ্য ‘‘স্ত্রী বেশি আয় বেশি হলে স্বামীর মানসিক চাপ, হতাশা কিংবা আসক্তিজনিত সমস্যার ঝুঁকি বেড়ে যায়। পুরুষদের মধ্যে মানসিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা প্রায় ৮ থেকে ১১ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।’’ গবেষকরা বলছেন, ‘‘স্ত্রীর আয় বেশি হলে স্বামী নিজের পরিচয় নিয়ে সংকট বোধ করেন। আবার স্ত্রীও সামাজিক চাপের মুখে পড়েন। সাধারণত ধরা হয়, যার আয় বেশি তিনিই পরিবারের প্রধান হয়ে উঠেছেন।’’আরো পড়ুন:আজ স্ত্রীর প্রশংসা করার দিনজেন জি হবে ইতিহাসের সবচেয়ে ধনী প্রজন্ম যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের গবেষক জোয়ানা বলেন, ‘‘পুরুষতান্ত্রিক সমাজের রীতিনীতির কারণে প্রচলিত প্রথা ভেঙে নারীর আয় বেড়ে গেলে তা পুরুষের মানসিক স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে ওঠে।’’ নারী-পুরুষের সামাজিক ভূমিকার গৎবাঁধা ধারণার কারণেই রীতিনীতির বাইরের কোনো বিষয় গ্রহণ করতে মানুষের কষ্ট হয়।...