নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান মিজানকে জ্যাকসন হাইটস থেকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। জন এফ কেনেডি-জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে আজ (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যাওয়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের পিঠে ডিম নিক্ষেপ করেছেন আওয়ামী লীগ কর্মী ও সমর্থকরা। ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, পিঠে ভাঙা ডিম নিয়ে হাঁটছেন আখতার। ওই সময় পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘আপারে কিছু কইয়েন না। আখতাররে দ্যান।’ ওই বক্তব্যের পর কালো টুপি ও কালো শার্ট পরা একজন ডিম দেখিয়ে আখতারের পিঠের দিকে ছুড়ে মারেন। ডিমটি ভেঙে আখতারের কোটে ছড়িয়ে পড়ে। সে সময় পাশ থেকে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়। ঘটনার সময় নেভি ব্লু...