কুষ্টিয়ার কুমারখালীর পান্টি গ্রামের রেজাউল করিম বেড়াতে এসেছিলেন কক্সবাজারের টেকনাফে। উঠেছিলেন স্থানীয় হোটেল আল করমে। সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে ৭ সেপ্টেম্বর তাকে অপহরণ করে মো. আমিন নামের এক ব্যক্তি। যিনি হোটেলটির সাবেক ম্যানেজার। আমিন তাকে ৫০ হাজার টাকায় পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। ওই পাচারকারীরা আরেক পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। পরে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়ার গহিন পাহাড়ের আস্তানায় আটকে মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়। রেজাউলের ভাষ্যমতে, টেকনাফ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের ঝরনা চত্বর থেকে সেদিন সন্ধ্যায় হঠাৎ কয়েকজন ব্যক্তি অপহরণ করে নিয়ে যায়। পরে চোখ বেঁধে ফেলে। কোথায় নিয়ে যাচ্ছিল, বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর বুঝলাম অপহরণের শিকার হয়েছি। চোখ বাঁধা অবস্থায় নিয়ে যায় পাহাড়ি আস্তানায়। সেখানে ৫০ হাজার টাকায় মানব পাচারকারীদের হাতে আমাকে তুলে দেয় অপহরণকারীরা। এরপর ওই আস্তানায় আটকে...