ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স। সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, শান্তির সময় এসেছে। গাজায় চলমান যুদ্ধের কোনো ন্যায্যতা নেই। আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি গড়তে ব্যর্থ হয়েছেবলে মন্তব্য করে ম্যাক্রো এখনই দুই রাষ্ট্র সমাধানের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান। এর আগেরোববার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এ নিয়ে জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের মধ্যে ১৫২টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের মধ্যে এখন বাকি থাকল যুক্তরাষ্ট্র। ম্যাক্রোঁ জানান, ফ্রান্সের পাশাপাশি বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা ও সান মারিনোও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এদিকে ইসরায়েল দাবি করেছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা। গত বছরের ৭ অক্টোবরের পর গাজায়...