ঢাকার জলাবদ্ধতা সমস্যা নতুন কিছু নয়, কিন্তু প্রতিবছর এই বাস্তবতার মুখোমুখি হতে হয় নগরবাসীকে। শাসক বদল হলেও নগরবাসীর ভাগ্য বদল হয় না। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ সরকারসহ বিগত সরকারগুলো জলাশয় রক্ষায় দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। বরং একদিকে জলাশয় ধ্বংস করে উন্নয়নের গল্প শুনিয়েছে, অন্যদিকে জলাবদ্ধতা নিরসনের প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে। তাদের উন্নয়নের এসব গল্প সামান্য বৃষ্টি হলেই পানিতে ভেসে যায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বছর বৃষ্টি কম হওয়ায় জলাবদ্ধতায় ভোগান্তিও তুলনামূলক কম হয়েছে। তবে যে দু-চার দিন একটু ভারী বৃষ্টি হয়েছে, তখনই উন্নয়নের গল্পের বাস্তবতা টের পেয়েছে ঢাকাবাসী। গতকাল সোমবার ভোর রাতের বৃষ্টিতে ঢাকার অলিগলি থেকে শুরু করে মূল সড়কও তলিয়ে যায় বৃষ্টির পানিতে। এদিন রাজধানীর বংশালের নাজিরা বাজার চৌরাস্তা এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার...