আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করি, ইনক্রিমেন্টের আশায় অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করি, তবু অনেকেই খরচ ও আয়ের ভারসাম্য মেলাতে পারছেন না। এভাবে আমরা যেন এক অবিরাম রেসে আটকে থাকি, যেখানে আর্থিক স্বাধীনতার দরজা কখনো খোলে না। তবে এর সমাধানে চাকরি ছেড়ে দেওয়ার দরকার নেই, বিশাল মূলধনেরও প্রয়োজন নেই, এমনকি ২৪ ঘণ্টা কাজও করতে হবে না। শুধু বেতনের ওপর নির্ভর করে ধনী হওয়া প্রায় অসম্ভব। এর কয়েকটি কারণ হলো— বেতন মানে সময় ও শ্রমের সরাসরি বিনিময়। আপনি যত কাজ করবেন, ততই আয়। কাজ থেমে গেলে আয়ও থেমে যায়। খরচ সব সময় আয়ের সঙ্গে বাড়ে, বিশেষ করে শহুরে জীবনে। ইনক্রিমেন্ট পেলেও বাজারদরের ঊর্ধ্বগতি সামলানো মুশকিল। পদোন্নতির সঙ্গে সামান্য বেতন বাড়ে ঠিকই, কিন্তু দায়িত্ব ও মানসিক চাপ বহুগুণ বেড়ে যায়।...