জাতীয় নির্বাচন নিয়ে কথা হচ্ছে অনেক। আগামী ফেব্রুয়ারিতে এ নির্বাচন হতে পারে এমনটা ধরে নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যে পাবলিক বিশ^বিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের দাবির মুখে ছাত্র সংসদ নির্বাচন চলছে। পেশাভিত্তিক প্রতিনিধিত্বমূলক কিছু সংগঠনেও ভোটের দাবি উঠছে। সদস্য সংখ্যার দিক থেকে বড় সংগঠন হিসেবে পরিচিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার) ও ঢাকা আইনজীবী সমিতিসহ (ঢাকা বার) বারগুলোয় প্রতি বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে ভোট হওয়ার কথা। কিন্তু এবার বছরের অর্ধেক কেটে গেলেও ভোটে যেন আগ্রহ নেই অনেক বারের নেতাদের। সুপ্রিম কোর্ট বার ও ঢাকা বারসহ মহানগর এবং জেলা পর্যায়ে বার সমিতির অনেকগুলো চলছে অ্যাডহক কমিটি দিয়ে। সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটি গত ৪ সেপ্টেম্বর এক বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়েছে, এ বছর বারের নির্বাচন হবে না; হবে আগামী বছরের...