ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এমনটাই জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, ইসরায়েলি হামলায় পুষ্টি সহায়তা কার্যক্রম ভেঙে পড়েছে এবং খাদ্যবাহী সহায়তা মিশন আটকে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান চলতে থাকায় সেখানকার মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়-বিষয়ক কার্যালয় (ওসিএইচএ)-এর তথ্য তুলে ধরে সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, গত ১০ দিনে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বাহিনী ৫০টির বেশি উদ্ধার ও পুনরুদ্ধার অভিযান চালিয়েছে। ডুজারিক বলেন, ইসরায়েলি হামলার কারণে গাজার পুষ্টি সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এক মাস আগে এখানকার গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছিল। এখনো সেখানকার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তিনি...