২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত ও শান্তি আলোচনার অচলাবস্থার মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হলো। এবার ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর আগে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল একই ধরনের ঘোষণা দিয়েছিল। ফ্রান্সের এই সিদ্ধান্ত শুধু প্রতীকী নয়, বরং বৈশ্বিক কূটনীতিতে নতুন চাপ ও আলোচনার জন্ম দিচ্ছে। জাতিসংঘে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। এই ঘটনা ঘটেছে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ঠিক আগ মুহূর্তে, যখন ফিলিস্তিন ইস্যু বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ফ্রান্স বলছে, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ রক্ষা করতে এবং মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা জাগ্রত রাখতে তারা এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র মনে করছে,...