নিউইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন বিশেষ দূত সের্জিও গর। সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বৈঠকটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন। সের্জিও গর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। দেশ সম্পূর্ণ প্রস্তুত। প্রধান উপদেষ্টা কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া দশ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেন।...