নারী এশিয়ান কাপ ফুটবল আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। এপ্রিলে থাইল্যান্ডে এফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্তপর্ব। এ দুই আসরে অংশ নেবে বাংলাদেশের দুটি নারী ফুটবল দল। রোববার বাফুফে ভবন সংলগ্ন টার্ফে প্রথমদিন অনুশীলন করিয়েছেন বাংলাদেশকে এশিয়ান কাপে তুলে ইতিহাস গড়া ব্রিটিশ কোচ পিচার বাটলার। মাঠ সংকট নিয়ে শুরু হলো দুটি আসরের প্রস্তুতি ক্যাম্প। প্রথমদিনের অনুশীলন শেষে বাটলার বলেন, ‘অনুশীলনের জন্য আমাদের কোনো মাঠ নেই। বাফুফের এই মাঠই ভরসা।’ নারী এশিয়ান কাপের ক্যাম্প বাফুফে ভবনে হবে না, আগেই ঘোষণা করেছেলে বাফুফে। বাফুফের পরিকল্পনা ছিল কোনো হোটেল বা রিসোর্টে আফঈদা খন্দকারদের ক্যাম্প করার। ঢাকার বাইরে ক্যাম্প করার জন্য বাফুফে দুটি জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করেছিল। একটি যশোরে, অন্যটি চট্টগ্রামে। নারী এশিয়ান কাপ ফুটবল আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। এপ্রিলে থাইল্যান্ডে এফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান...