ভাগ্যের কী নির্মম পরিহাস! জন্ম থেকেই নবজাতক শিশুর কাটছে বন্দী জীবন। তবে, জন্মের পর পরই হাসপাতালে পুলিশ প্রহরায় থাকলেও এখন স্থান হয়েছে কারাগারের চার দেয়ালের ভিতরে। আসামি মায়ের সঙ্গে ১১ দিন বয়সী নবজাতকটিও খুলনা জেলা কারাগারে বন্দী জীবন কাটাচ্ছে। রবিবার (২১ সেপ্টেম্বর) মায়ের সঙ্গে তাকে কারাগারে যেতে হয়েছে। দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে গ্রেপ্তার মা শাহজাদীকে খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে উত্থাপন করা হয়। আদালতে শাহজাদীর পক্ষে কেউ জামিন আবেদন না করায় কোনো শুনানি ছাড়াই আদালত শাহজাদীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর শিশুটিকে দেখাশোনা করার কেউ না থাকায় শাহজাদীর সঙ্গে তাকেও কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে গত ১১ সেপ্টেম্বর খুলনা মহানগরীর রূপসা এলাকার একটি হাসপাতালে বাগেরহাটের রামপাল উপজেলার আদাঘাট গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ফকিরহাটের মেয়ে শাহাজাদীর (৩৬) কোলজুড়ে...