ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য স্বীকৃতি দেওয়ার পরদিন আজ সোমবার (২২ সেপ্টেম্বর) লন্ডনে ফিলিস্তিন দূতাবাসে বাইরে দেশটির পতাকা উত্তোলন করা হয়েছে। পতাকা উত্তোলন অনুষ্ঠানে লন্ডনে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন, সেখানে ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকও। লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, সোমবার সকালে লন্ডনে ফিলিস্তিন দূতাবাসে বাইরে পতাকা উত্তোলন করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরদিন দেশটির পতাকা উত্তোলন করা হয়। আরও পড়ুনআরও পড়ুনফিলিস্তিন রাষ্ট্রকে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য পতাকা উত্তোলন অনুষ্ঠানে লন্ডনে অবস্থিত পৃথিবীর বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দিয়েছিলেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তিন প্রভাবশালী দেশ—যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দিয়েছে। পরে এ তালিকায় যুক্ত হয় আরও দুই দেশ—ফ্রান্স ও বেলজিয়াম। ফিলিস্তিনকে স্বাধীন...