বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে টানা পাঁচ মাস বাংলাদেশের মেয়েরা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবু ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। পাকিস্তান ও শ্রীলংকাকে হারানোর প্রত্যয় অধিনায়ক নিগার সুলতানা ও কোচ সরওয়ার ইমরানের। নারী ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয়বার অংশ নিতে আজ ঢাকা ছাড়বে দল। শ্রীলংকার কলম্বোতে দুটি প্রস্তুতি ম্যাচের পর ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল লড়াই শুরু হবে। গ্রুপপর্বে বাংলাদেশের পরের সব ম্যচে ভারতে। মিরপুর স্টেডিয়ামে সোমবার কোচ ইমরান বলেন, ‘আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচে ভালো খেলা। দুটি ভালো সুযোগ হলো পাকিস্তান ও শ্রীলংকা। শতভাগ দিয়ে চেষ্টা করব। বিকেএসপিতে প্রস্তুতি নিয়েছেন মেয়েরা। ব্যাটিং কোচ জুলিয়ান উডের অধীনে খেলেছেন। মেয়েদের দুটি দল ও অনূর্ধ্ব-১৫ ছেলে দলের সঙ্গেও একটি টুর্নামেন্টে খেলেছেন তারা। অধিনায়ক নিগার মনে করছেন আদর্শ অনুশীলন হয়নি। ব্যাটিং বাংলাদেশের মূল সমস্যা। অধিনায়ক...