যুক্তরাষ্ট্রর নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ডিম, করা হয়েছে গালিগালাজ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে ফেসবুক পোস্টে এ তথ্য জানান এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।আরো পড়ুন:প্রধান উপদেষ্টার সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সাক্ষাৎকুমিল্লায় চার মাজারে হামলা, ২২০০ জনের বিরুদ্ধে মামলা প্রধান উপদেষ্টার সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সাক্ষাৎ কুমিল্লায় চার মাজারে হামলা, ২২০০ জনের বিরুদ্ধে মামলা সেখানে তিনি লেখেন, “আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে।” আখতার হোসেনের ওপর হামলা রাজনৈতিক কারণে দাবি করে তিনি লেখেন, “এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তাঁর...