স্থানীয় সূত্র জানায়, দমকল বাহিনী, বন বিভাগের কর্মী ও সাধারণ মানুষ একসঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। তবে শুষ্ক ঝোপঝাড় ও খাড়া পাহাড়ি এলাকায় প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ধোঁয়া শ্বাস নেওয়ায় একজন দমকলকর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।লাতাকিয়ার জাবাল আল-তুর্কমান এলাকায় (তুর্কমান পাহাড়) আগুন নেভানোর সময় একটি দমকল গাড়ি আগুনে পুড়ে যায়। এতে ওই গাড়ির তিনজন কর্মী আহত হন বলে জানায় সিরিয়ার সিভিল ডিফেন্স।কর্তৃপক্ষ সতর্ক করেছে, আগুনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যুদ্ধকালীন অজ্ঞাত বিস্ফোরক বস্তু রয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখনো কোনো আনুষ্ঠানিক ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করা হয়নি।ফিলিস্তিনকে স্বীকৃতি /যুক্তরাজ্যসহ চার দেশের সিদ্ধান্তকে ‘সাহসী’ বলল ইরাকসিভিল ডিফেন্স আরও জানিয়েছে, লাতাকিয়ার আগুনের ধোঁয়া এরইমধ্যে প্রাদেশিক রাজধানীতে পৌঁছেছে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। লাতাকিয়ার জাবাল আল-তুর্কমান এলাকায় (তুর্কমান...