২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম নাটোর টেক্সটাইল ইন্সটিটিউটের দুই শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় দুই ঘন্টা ধরে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। সোমবার সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত শহরের রামাইগাছির টেক্সটাইল ইন্সটিটিউট এলাকায় এসব ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট এর বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে তুলে নিয়ে মারপিট করে স্থানীয় কিছু বখাটেরা। আজ সোমবার বিকেল নাইম হোসেন এবং সন্ধ্যায় পিয়াস নামে শিক্ষার্থীকে স্থানীয় বখাটেরা তুলে নিয়ে ভেদরার বিলে নিয়ে মারপিট করে। এ সময় টেক্সটাইলের শিক্ষার্থীরা খবর পেয়ে দুজনকে উদ্ধার করে। পরে এরই প্রতিবাদে রাত ৭টার দিকে টেক্সটাইলের সামনে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের নির্যাতনের বিচার দাবী করে তারা। পরে রাত ৯টার দিকে...