২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম শেরপুর মৃগী নদী ভাঙনে পৌরসভার ২টি ওয়ার্ডে অর্ধ শত বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা আশঙ্কা করছেন স্থানীয়রা! ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন। কিন্তু কোন কাজে আসেনি। জানা গেছে, খরস্রোতা পাহাড়ি মৃগী নদীটি শেরপুর পৌরসভার সীমানা বরাবর প্রবাহিত হয়েছে। নদীর ১ প্রান্তে শেরপুর পৌরসভার ৪ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডের সড়কের পাশে শতাধিক বাড়িঘর। কবরস্থান ও মসজিদ। ইতোমধ্যেই অন্যান্য বছরের ন্যায় এই বছরও মৃগী নদীর পানির তোড়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কসবা কাঠগর নামা পাড়া এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর এবং গাছপালা নদীগর্ভে বিলীন ও হয়ে গেছে। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শেরী ব্রিজ মোড় থেকে ৬ নম্বর ওয়ার্ডের কসবা কাঠগর নামাপাড়া পুরাতন...