২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম বার্সেলোনার তরুন তুর্কি লামিন ইয়ামালকে পেছনে ফেলে এ বছরের ব্যালন ডি’অর জিতে নিলেন পিএসজি ফরোয়ার্ড উসমানে দেম্বেলে। প্রথমবার এই পুরস্কারে ভূষিত হলেন ফরাসি এই তারকা। মেয়েদের বিভাগে টানা তৃতীয়বার সেরার পুরস্কার জিতেছেন এইতানা বোনমাতি। প্যারিসের থিয়েটার ডু শার্লেটে সোমবার রাতে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর দীর্ঘ দিনের আধিপত্য খর্ব করে এই পুরস্কারের দাবীদার হয়ে উঠেছেন এখন বিশ্ব ফুটবলের নতুন তারকারা। মেসি-রোনালদো মিলে ২০০৮-২০২৩ সাল পর্যন্ত ১৩ বারের পুরস্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন। গত বছর সেই ধারা ভঙ্গ করে স্পেনকে ইউরো ২০২৪ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেয়া ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি ব্যালন ডি’অর জিতে নেন। এ বছর অবশ্য ইনজুরির কারণে রদ্রি...