তহুরা খাতুন:আলহামদুলিল্লাহ, ভালোই। কোনো সমস্যা নেই। ভালো আছি এখানে। থাকা-খাওয়ার সুব্যবস্থা আছে। সকালের নাশতাটা রুমেই করি। দুপুর-রাতে ক্যান্টিনে চাইলে খেতে পারি। রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে। বাইরের খাবার খেতে চাইলেও ওরা এনে দেয়। তহুরা:ওদের সবকিছু গোছানো। আমাদের দেশে মেয়েদের লিগটা নিয়মিত হয় না। হলেও এক মাসেই শেষ। এখানে লিগটা পেশাদার আর ছয় মাসব্যাপী হচ্ছে। আমাদের দেশে অনেক বড় বড় ক্লাব আছে, ব্যবসায়ী আছে, টাকাওয়ালা আছে, কিন্তু মেয়েদের ফুটবলে তারা আসে না। এত বছর ধরে আমরা ভালো রেজাল্ট করছি, কিন্তু আমাদের দেশের কোনো দল নেই মেয়েদের এএফসি চ্যাম্পিয়নস লিগে। কিন্তু ভুটানের আছে। আপনি যেখানে খেলছেন, ভুটানের থিম্পু রয়েল কলেজ ক্লাব, এটা কেমন? তহুরা:দারুণ ক্লাব। আমি আর ছোট শামসুন্নাহার আছি এই ক্লাবে। কলেজ চত্বরেই আমাদের দুজনকে রাখা হয়েছে। অন্যরা থাকে মাঠ লাগোয়া...