উত্তরের জেলা নীলফামারীতে ভোরের কুয়াশা আর শিশিরবিন্দু জানাচ্ছে শীতের আগমনী বার্তা। দীর্ঘদিনের গরম ও অনিয়মিত বৃষ্টির পর ভোরের প্রকৃতিতে এখন ভিন্ন আবহ। ফসলি জমি ও ঘাসের ডগায় জমছে শিশিরবিন্দু। দিনে রোদ কিংবা গরম থাকলেও রাত নামলেই হালকা শীত অনুভূত হচ্ছে, বিশেষ করে মধ্যরাতের পর শীতের আমেজ আরও বেড়ে যাচ্ছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে ঘন কুয়াশার দেখা পাওয়া যায়। সরেজমিনে দেখা যায়, নীলফামারী সদরে অনেক এলাকা ঘন কুয়াশায় ঢেকে আছে। সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিবছরের মতো এবারও নীলফামারীতে আগেভাগেই শীতের আবহ নামতে শুরু করেছে। জেলা সদরের বাসিন্দা ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, প্রতি বছর সেপ্টেম্বরের শেষ দিকেই আমাদের নীলফামারীতে শীতের আভাস মেলে। এবারও সেটি শুরু হয়েছে। সামনে শীত আরও বাড়বে। কৃষক সৈকত...