টানা দুই রোববারে ভারত–পাকিস্তান ম্যাচ। দুটিতেই জয়ী দলের নাম ভারত। পার্থক্য বলতে ফলের ব্যবধান। প্রথমটিতে পাকিস্তানকে ১৩১ রানে আটকে দিয়ে ভারত জিতেছিল ৭ উইকেটে। দ্বিতীয়টিতে পাকিস্তান আরও ৪০ রান বেশি করেছে, ভারত জয়ের পথে আরও এক উইকেট বেশি হারিয়েছে। ফল একই বলেই হয়তো দুই ম্যাচের পার্থক্য বোঝাতে ভারত অধিনায়ককে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, পাকিস্তানের খেলার মান আগের ম্যাচের তুলনায় বেড়েছে কি না। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে বসে সূর্যকুমার যাদব সরাসরি উত্তর দিলেন না। যা বললেন, তাতে মনে হলো ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনার ইতি টানার আহ্বানই জানালেন তিনি, ‘আমার মনে হয় আপনাদের এই রাইভালরি (দ্বৈরথ) নিয়ে প্রশ্ন বন্ধ করা উচিত।’ কেন বন্ধ করা—উচিত সেই ব্যাখ্যাও দিয়েছেন এরপর। বলেছেন, দুটি দল ১৫–২০ ম্যাচ খেলে ফেলার পর জয়–হারের স্কোরলাইন কাছাকাছি হলেই...