তবে এসব বিষয় অস্বীকার করেন রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘গণঅধিকারে যোগ দেওয়ারও পাঁচ থেকে ছয় বছর আগে আমেরিকায় তার (এনায়েত) সঙ্গে আমার পরিচয়। গণঅধিকার পরিষদ ভাঙনের পেছনে মাসুদ করিমের সঙ্গে আমার যোগাযোগের বিষয়টি বিভিন্ন সময় নুর বলেছেন, কিন্তু এটা কোনো কারণ নয়। বরং নুরের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দার (মেন্দি সাফাতি) যোগাযোগ ও ফান্ডিংয়ের কারণে দল ভেঙে গিয়েছিল।’এনায়েত করিমের সঙ্গে দেশের বাইরে বৈঠকের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘দেশের বাইরে তার সঙ্গে আমার কোনো বৈঠক হয়নি।’ এনায়েত করিম শুধু রাজনৈতিক দলের নেতাদেরই নয়, নানা কৌশলে নিজের ফাঁদে আটকেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকেও। দেশে ও দেশের বাইরে তার সঙ্গে এনায়েতের একাধিক বৈঠক হয়েছে। বেনজীরের বিরুদ্ধে দুদকের করা মামলা নিষ্পত্তি করে দেওয়ার আশ্বাসে দুবাইতে দুজনের মধ্যে একাধিক বৈঠক হয়েছে বলে রিমান্ডে স্বীকার করেছেন...