প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রে সফর কেন্দ্র করে নিউইয়র্কে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে একাধিকবার হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ড. ইউনূসের সফর ঘিরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, কানাডা ও আশপাশের দেশ থেকে দলটির নেতাকর্মীরা নিউইয়র্কে জড়ো হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২১ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক স্থানীয় সময় বিকেলে জ্যাকসন হাইটসের ডায়ভারসিটি প্লাজায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে ড. ইউনূসকে স্বাগত জানাতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি শেষ হওয়ার পর বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শতাধিক আওয়ামী লীগ কর্মী সেখানে জড়ো হন। তারা ড. ইউনূসবিরোধী স্লোগান দিতে শুরু করলে উভয়পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে...