গাছ কাটার বিষয়ে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে পুরোনো গাছ কেটে নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির আহ্বায়ক ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. গোলাম রাক্কিবু বলেন, যুক্তিসংগত কারণে মৃত এবং মৃতপ্রায় গাছ বাছাই করে নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গাছ কাটায় ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী বলেন, ‘উন্নয়নের নামে গাছ কেটে পরিবেশ ধ্বংসের এ আয়োজন অত্যন্ত দুঃখজনক। মেহগনি গাছ ছাঁটাই নয়, যেন পরিকল্পিত হত্যা!’ইংরেজি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলহামজা সিমন বলেন, ‘ক্যাম্পাস ক্রমেই ইট-পাথর-কংক্রিটে ঢাকা পড়ছে। প্রশাসনের উদাসীনতায় অনেক গাছ অর্ধমৃত হয়ে গেছে। মেইন গেট থেকে হাদি চত্বর পর্যন্ত সারিবদ্ধ গাছগুলোর মাথা কেটে ফেলা একেবারেই অগ্রহণযোগ্য।’খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১০৯টি গাছ ৪ লাখ ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে।...