এক-দুই ঘণ্টার বৃষ্টিপাতেই ঢাকা তলিয়ে যাচ্ছে—এটা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। ঢাকায় মাঝারি বৃষ্টিপাত হলেও সেই পানি ধারণের ক্ষমতা এ শহরের নেই। এটি আসলে দীর্ঘদিনের নগরায়ণের নামে যে দুর্বৃত্তায়ন হয়েছে, তার অবসম্ভাবী পরিণতি। ঢাকার মতো শহরে মৌসুমে অনেক বৃষ্টিপাত ছাড়াও সারা বছরই কমবেশি বৃষ্টিপাত হয়। এ ধরনের শহরে বৃষ্টিপাত ধারণ করার জন্য প্রাকৃতিকভাবেই যেসব সবুজ এলাকা এবং জলাশয়-জলাভূমি ছিল, সেগুলো আমরা ধ্বংস করেছি। একসময় প্রাকৃতিক পানি নিষ্কাশনের সঙ্গে সরাসরি যুক্ত ছিল অনেক খাল-জলাশয়-জলাধার ও পুকুর।যেগুলো ছিল আমাদের জন্য আশীর্বাদ। আবাসনের নামে সেগুলো ধ্বংস করা হয়েছে।ঢাকার সবুজ এলাকা একসময় ৩০ ভাগের মতো থাকলেও এখন কমতে কমতে পাঁচ ভাগে নেমেছে। জলাশয়-জলাভূমিও কমতে কমতে কেন্দ্রীয় এলাকায় পাঁচ ভাগে নেমেছে। অথচ ঢাকার মতো নগরীতে ২৫ থেকে ৩০ ভাগ সবুজ এলাকা এবং ১০ থেকে ১৫ ভাগ জলাভূমি...