ঢাকার ধামরাই থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে উজ্জ্বল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা। আটক ওই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ধামরাইয়ের ছোট চন্দ্রাইল থেকে উজ্জ্বল মিয়াকে আটক করা হয়। ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ জানায়, উজ্জ্বল মিয়া ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করছেন এমন সংবাদে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। এ সময়...