কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীর আস্তানায় র্যাব-বিজিবির দুর্র্ধর্ষ যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মানবপাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ৮৪ ভুক্তভোগী, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আটকরা হলেন, বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার আব্দুল্লাহ, সাইফুল ইসলাম এবং ইব্রাহিম। গতকাল সোমবার দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান ও র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০ সেপ্টেম্বর গোপন সংবাদের...