দীর্ঘদিন ধরে কার্ড বিড়ম্বনার অবসান চাইছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ পরিপ্রেক্ষিতে গত এপ্রিলে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্মার্ট আরএফআইডি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্তের পর ৫ মাস পেরিয়ে গেলেও কার্ড বিতরণ শতভাগ সম্পন্ন করতে পারেনি কর্তৃপক্ষ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আগের শিক্ষাবর্ষের অর্থাৎ সিনিয়রদের পরিচয়পত্র দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি প্রশাসন। এ নিয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। সব শিক্ষার্থীর জন্য কার্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী রয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর মধ্যে স্মার্ট আইডি কার্ড বিতরণ করেছে কর্তৃপক্ষ। তবে বিতরণকৃত কার্ডগুলোতে ধরা পড়েছে একাধিক ত্রুটি। একজনের আইডির ‘কিউআর কোড’ স্ক্যান করলে মিলছে অন্য জনের তথ্য। কার্ডের আরএফআইডি প্রযুক্তিও কাজ করছে না বলে জানিয়েছে শিক্ষার্থীরা। আইডি কার্ডের ডিজাইন নিয়েও অসন্তোষ...