চট্টগ্রামের চন্দনাইশে কাঞ্চনাবাদ ইউনিয়নের লট এলাহাবাদ ৯ নম্বর ওয়ার্ডের আমতল-হাইটমাড়া পাহাড়ি এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ছয় পাহাড়ি সন্ত্রাসীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের সেনাসদস্যরা। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দেশীয় অস্ত্র তিনটি, একটি চাকু, ১২ প্যাকেট বারুদ, তিনটি গুলটি ও ৩০টি সিসার গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন বান্দরবান পার্বত্য জেলার চিনিডলুপাড়া এলাকার সামু মারমার ছেলে মনুচিং মারমা (৪০), থৈয় মং মারমার ছেলে মং চালু মারমা (৩৮), মুনিসির ছেলে লুকু-ম (৩৬), ত্রাপুঅ-এর ছেলে চাইসাও (৪০), অক্ষয় সিংয়ের ছেলে লুসাই মারমা (৩০) এবং সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু মারমা (৩৮)। জানা...