রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক মোল্লা ওরফে নুুরাল পাগলার দরবার থেকে গরু লুটের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত পৌনে ১টার দিকে গোয়ালন্দের উজানচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম সজিব শেখ (২৬)। তিনি গোয়ালন্দের উজানচর নতুনপাড়া এলাকার উজ্জ্বল শেখের ছেলে। পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগিসংযোগসহ একজন নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিনই রাতে থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাত সাড়ে তিন হাজার জনকে আসামি করে একটি মামলা করেন। পরে ৮ সেপ্টেম্বর নিহত খাদেম রাসেল মোল্লার বাবা বাদী হয়ে হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, চুরি ও জখমের অভিযোগে অজ্ঞাত সাড়ে তিন হাজার থেকে ৪ হাজার জনকে আসামি করে আরেকটি মামলা করেন। সজিবকে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের...