ঢাকা কেরানীগঞ্জের নারকেল বাগ এলাকায় মোটরসাইকেল সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহাম্মদ নয়ন (২৭) ও মো. খাইরুল ইসলাম (৩৮)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী রাব্বি জানান, ঢাকার কেরানীগঞ্জ নারকেল-বাগ এলাকায় মোটরসাইকেল সিএনজি সংঘর্ষ হলে রাস্তায় দুজনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাদের উদ্ধার করে ঢামেক নেওয়া হলে চিকিৎসক মৃত...