এবি ব্যাংক বর্তমানে কী অবস্থায় আছে?সৈয়দ মিজানুর রহমান: দীর্ঘদিন ধরে অনিয়মের কারণে ব্যাংক কিছুটা দুর্বল হয়েছে। তবে আমাদের ব্যাংকের ভিত্তি এখনো মজবুত। খুব বেশি তারল্য সংকট নেই এবং আমানত ধীরে ধীরে বাড়ছে। গত ৯ মাসে নিট আমানত বেড়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি। নতুন আমানত এসেছে ৮ হাজার কোটি টাকার বেশি। ব্যাংকের গ্রাহকরা এখনো আমাদের ওপর আস্থা রেখেছেন। বর্তমানে ব্যাংকে ফরেনসিক অডিট চলছে, যা শেষ হতে তিন-চার মাস সময় লাগবে। অডিট শেষ হলে পুরো চিত্র পরিষ্কার হবে এবং কর্মপরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।অডিটের পর প্রকৃত চিত্র বেরিয়ে এলে এবি ব্যাংক একীভূত হতে পারে– এমন গুঞ্জন শোনা যাচ্ছে।সৈয়দ মিজানুর রহমান: এটা ভুল ধারণা। এবি ব্যাংক এখনো একীভূত হওয়ার মতো খারাপ অবস্থায় নেই। আমরা দ্রুতই ঘুরে দাঁড়াব।এজন্য কত সময় লাগতে পারে?সৈয়দ মিজানুর...