গত বছরের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ নিতে পারেনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। দেড় বছর পার হয়ে গেলেও মিটিংয়েই সীমাবদ্ধ থেকে গেছে তদন্ত কমিটির কাজ।খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর আওয়ামীপন্থি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু শিক্ষকদের মদদে হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীসহ কর্মকর্তা-কর্মচারীরা। ওই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গত ২৮ এপ্রিল একটা তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি গঠনের পাঁচ মাস পার হলেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি।বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, অপরাধীদের শাস্তি নিশ্চিতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ১০৩তম সিন্ডিকেট সভায় প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন আইন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মু. আলী মুর্শেদ...