পটুয়াখালী জেলার রাঙ্গাবালী, গলাচিপা ও বাউফল উপজেলায় ফসলি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের কারণে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। বর্ষার সময়ে এসব বিষাক্ত পদার্থ বৃষ্টির পানির সঙ্গে নদী-নালা ও খালে মিশে পানির জীববৈচিত্র্য নষ্ট করছে, যা মাছের প্রজনন ও জীবনচক্র ব্যাহত করছে। স্থানীয় মৎস্য শিকারী ও সচেতন মহল জানান, একসময় এই অঞ্চলের খাল-বিলে প্রচুর মাছ পাওয়া যেত, কিন্তু এখন আর সেই মাছের দেখা মেলে না। পুঁটি, কৈ, শিং, মাগুর, পাবদা, টাকি, চিংড়ি, বাইম, বেলে ও গজার মাছের মতো দেশীয় প্রজাতির মাছ এখন প্রায় বিলুপ্তির মুখে। বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু বলেন, এই মাছগুলো এখানকার মানুষের ঐতিহ্য ও জীবিকার সঙ্গে জড়িত। তিনি জৈব পদ্ধতিতে চাষাবাদে উৎসাহ এবং টেকসই কৃষিনীতি গ্রহণের ওপর জোর দেন, নাহলে অদূর ভবিষ্যতে এই মাছগুলো...