রবির অভিযোগ অনুযায়ী, এসব কর্মকাণ্ড প্রতিযোগিতা আইন ভঙ্গ করছে, নতুন খেলোয়াড়দের বাজারে প্রবেশ কঠিন করছে এবং দীর্ঘমেয়াদে একচেটিয়া অবস্থান তৈরি করতে পারে। একই ধরনের অভিযোগ বাংলালিংকও করেছে, যার শুনানি আগামী মাসে অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত শুনানিতে রবি ও গ্রামীণফোন তাদের অবস্থান উপস্থাপন করে। বাংলালিংক অতিরিক্ত সময় চায় নিজের যুক্তি জানানোর জন্য। এর পরিপ্রেক্ষিতে রবি ও বাংলালিংক কমিশনের কাছে গ্রামীণফোনের বিরুদ্ধে তদন্ত, সিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এ প্রসঙ্গে রবি আজিয়াটা পিএলসি’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, “আমরা কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই। বাজারে আধিপত্যের অপব্যবহার রোধ ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিতে এই পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, “এটি এমন একটি উদ্যোগ, যা উদ্ভাবনকে উৎসাহিত করবে এবং ভোক্তারা দীর্ঘমেয়াদে উপকৃত হবেন।” অন্যদিকে গ্রামীণফোন...