নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের পেনশন তহবিল শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে কাজে লাগানোর প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টাওয়ারে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এই গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। সেমিনারটি আয়োজন করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ডিএসই। অর্থ উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন যে, বড় ধরনের প্রকল্প এবং নতুন অর্থায়নের ক্ষেত্রে ঝুঁকির ভাগাভাগি বা 'রিস্ক শেয়ারিং' খুবই জরুরি। এর মধ্যে বন্ড এবং ইকুইটিতে বিনিয়োগ অন্যতম। তবে বাংলাদেশের প্রচলিত ব্যবস্থায় ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেখা যায়। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে পেনশন তহবিলকে শেয়ারবাজারে যুক্ত করার কথা বলেন তিনি। তবে এই প্রস্তাবের ঝুঁকির দিকটিও তিনি সতর্কতার সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, পেনশন ফান্ড একটি সরকারি তহবিল, যা পরিচালনার চূড়ান্ত দায়িত্ব সরকারের।...