দ্বিতীয় ফুটবলার হিসেবে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াশিন ট্রফি পেলেন ফরাসি ক্লাব পিএসজির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। আর নারী ফুটবলের বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন উইমেন’স ইউরো জয়ী ইংল্যান্ড নারী দলের হ্যানা হ্যাম্পটন। সোমবার (২২ সেপ্টেম্বর) ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ প্যারিসে জমকালো পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা গোলরক্ষক হিসেবে দোন্নারুম্মার নাম ঘোষণা করা হয়। দোন্নারুম্মা মৌসুমে পিএসজির অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রাখের গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও ফরাসি ক্লাবটির হয়ে লিগ আঁ, ফরাসি কাপ, ফরাসি সুপার কাপও জেতেন তিনি। এর আগে, দুই বছরে এই পুরস্কার জেতেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তিনি ছাড়া এতেদিন একাধিকবার ইয়াশিন ট্রফি জিততে...