৪. নিজের ছবি তুলতে হবে।৫. খামের উপরে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে।৬. ব্যালট পেপারে ক্রম বা টিক চিহ্ন দিয়ে ভোট দিতে হবে।৭. ব্যালট পেপারের নমুনা।৮. খামের ভেতরে থাকা ঘোষণাপত্রে সই করতে হবে।৯. ভোট দিয়ে রিটার্ন খামে ব্যালট পেপার রেখে তা বন্ধ করতে হবে এবং নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে।প্রবাসে বসে নিবন্ধনের সময় কখন শুরু হবে এবং কোন সময়ের মধ্যে রিটর্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে, তা জানিয়ে দেবে ইসি।ব্যালট তৈরি হওয়া, ব্যালট পাঠানো, ব্যালট হাতে পাওয়া, ফেরত পাঠানো, বাংলাদেশে পৌঁছানো এবং রিটার্নিং কর্মকর্তার হাতে যাওয়া পর্যন্ত ছয়টি ধাপ প্রবাসীরা ট্র্যাক করতে পারবেন।ইসি জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে খাম পাঠানো হবে প্রবাসীদের কাছে। ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকবে না; শুধু প্রতীক থাকবে। প্রতীকের পাশে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দেবেন।প্রবাসী...