সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের কাছ থেকে উদ্ধার করা ২৩ বস্তা নথি পর্যালোচনা করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদক কর্মকর্তারা এসব নথি দেখছেন। সোমবার সকাল থেকে দিনভর নথি ঘেঁটে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরসহ অন্তত ৯টি দেশে তার অবৈধ সম্পদ কেনার তথ্য পাওয়া গেছে। জাবেদের বিরুদ্ধে এ পর্যন্ত যেসব মামলা হয়েছে সেসব মামলায় এসব নথি গুরুত্বপূর্ণ আলামত হিসাবে উপস্থাপন করা হবে এবং অভিযোগ প্রমাণে তা যথেষ্ট হবে বলে দাবি করছেন দুদক কর্মকর্তারা। এদিকে অর্থ পাচার মামলায় জাবেদের প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা সোমবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দুদক ঢাকা কার্যালয়ের উপকমিশনার মশিউর রহমান যুগান্তরকে বলেন, একেকটি বস্তা খুলে নথিপত্র ঘাঁটতেই বের হয়ে আসছে বিভিন্ন সম্পদের হিসাব। যা অবাক হওয়ার মতো।...