জাতিসংঘ সাধারণ অধিবেশনের শুরু হচ্ছে আজ ২৩ সেপ্টেম্বর। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) বিকেল ৩টা ১১ মিনিটে নিউইয়র্কের জন এফ. কেনেডি বিমানবন্দরে অবতরণ করেছেন।ওয়াশিংটন ডিসির রাষ্ট্রদূত তারেক মোঃ আরিফুল ইসলাম এবং বাংলাদেশের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বিমানবন্দরে স্বাগত জানান।বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা সরাসরি তার নির্ধারিত হোটেলে অবস্থান করেছেন। এরপর তিনি রোববার ৩টি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জনকণ্ঠকে বলেন, প্রধান উপদেষ্টা সুন্দরভাবে নিউইয়র্কে এসে পৌঁছেছেন। প্রথম দিনেই প্রধান উপদেষ্টা ব্যস্ত সময় পার করবেন। দেশের অর্থনীতি, গণতন্ত্র, রোহিঙ্গা সমস্যাসমূহ এবারের মিটিংগুলোতে গুরুত্ব পাবে।এবারই প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে পাঁচ রাজনৈতিক নেতা-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,...